31 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিডিইউতে অ্যাপলিংক বাংলালিংক ক্যারিয়ার গাইডেন্স সেশন অনুষ্ঠিত

টেকসিঁড়ি রিপোর্ট : বিডিইউ ক্যারিয়ার সেন্টারের আয়োজনে ১৮ সেপ্টেম্বর অ্যাপলিংক বাংলালিংক ক্যারিয়ার গাইডেন্স সেশন অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে।

সেশনে বিশ্ববিদ্যালয়ের মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের উদ্ভাবিত বিজনেস আইডিয়া প্রদর্শন করেন। এই আইডিয়াগুলো মূলত দুটি ক্যাটাগরিতে বিভক্ত ছিল: ১.Wizard ২. API Apps। “ক্লিয়ার বিজনেস মডেল এবং নতুন কিছু উদ্ভাবনকে ভিত্তি করে বিচার করা হয়।”

সকল আইডিয়া থেকে মোট ১০টি আইডিয়াকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এডুকেশনাল টেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপলিংক বাংলালিংক এর প্রোজেক্ট স্পেশালিস্ট রিয়াজ উদ্দিন সাদিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিইউ ক্যারিয়ার সেন্টারের ডিরেক্টর মো. ছানাউল্লাহ , আশিক সালেহিন এবং রাব্বি খান। ক্যাম্পাস লিডার হিসেবে নিযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী জালাল উদ্দিন মুহাম্মদ আকবর।

অ্যাপলিংক বাংলালিংক তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related posts

৩ টি সংস্থার সাথে সমঝোতা করলো চুয়েট

Tahmina

ফিলিস্তিনের শিক্ষার্থীদের স্কলারশীপ দেবে বাংলাদেশের ৪ ভার্সিটি

TechShiri Admin

এআইইউবি তে ডেটা সাইন্স ও নেটওয়ার্ক এন্ড সাইবার সিকিউরিটি বিষয়ক ২টি নতুন বিভাগ চালু

TechShiri Admin

Leave a Comment