23 C
Dhaka
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষায় মনোযোগ দিতে হবে – বিডিইউ উপাচার্য

টেকসিঁড়ি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেছেন , এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাবজেক্ট বিশেষায়িত, এই বিশেষায়িত সাবজেক্টগুলোকে কাগজে-কলমে না রাখার সুযোগ নেই। প্রতিটি বিষয়েই যাতে শিক্ষর্থীরা হাতে-কলমে শিক্ষা পায় আমাদের সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।

শনিবার ,২৬ অক্টোবর সকালে গাজীপুরের কালিয়াকৈরে যোগদান পরবর্তী শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আলোচনা সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ একথা বলেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান,এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান, আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মশিউর রহমান, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ফারহানা ইসলাম-সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান।

সভায় বক্তব্যের শুরুতে উপাচার্য জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আলোচনা সভায় উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আমাদের প্রাণ, তাদের সেবা প্রদান যাতে কোনভাবেই বাধাগ্রস্থ না হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন আনন্দ নিয়ে শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রের জন্য বেরিয়ে যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

সভায় গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।পরে উপাচার্য সকাল ১১ টায় শিক্ষকবৃন্দ, দুপুর ২ টায় কর্মকর্তাবৃন্দ, দুপুর ৩ টায় কর্মচারীবৃন্দ এবং বিকাল ৪ টা শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে পরিচিতি সভা করেন।

Related posts

পিএইচডি কর্মসূচির যাত্রা হলো নোবিপ্রবিতে

Tahmina

নতুন কিছু প্রবর্তনের কোনো সীমানা নেই : নোবিপ্রবি ভিসি

Tahmina

বিডিইউ তে দিনব্যাপী ওয়ার্কশপ নিলেন ডঃ মুহাম্মদ ফিরোজ মৃধা

Tahmina

Leave a Comment