টেকসিঁড়ি রিপোর্ট : ন্যাশনাল ইন্সটিটিউট অভ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (NITER) ক্যারিয়ার ক্লাব আয়োজিত স্পার্কট্যাংক ‘২৪ ( SparkTank’24) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার আপ হবার গৌরব অর্জন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
ব্যাটল অভ মাস্টারমাইন্ডস (Battle of Masterminds) সেগমেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’র এডুকেশনাল টেকনোলজি এ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের Brainstorm Duo’ এর মাস্তুরা জাহান মারিয়া চ্যাম্পিয়ন এবং ‘Team Intrepid’ এর তাহমিনা আক্তার ও সাজিদ আমিন রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
এই খবরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নিটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৬৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফাইনালের জন্য প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সেগমেন্টে সর্বমোট প্রায় ৭৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলো।
১৫ নভেম্বর দিনিব্যাপী ঢাকার অদূরে সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)তে “স্পার্ক ট্যাঙ্ক’২৪” এর ফাইনাল অনুষ্ঠিত হয়।