টেকসিঁড়ি রিপোর্ট : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর নিবন্ধন শুরু হয়েছে।
নোবিপ্রবি তৃতীয় সায়েন্স ফেস্ট এর সম্ভাব্য তারিখ ১৮ – ১৯ জানুয়ারী ‘২৫। স্কুল-কলেজ পর্যায়ে ২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৪টি সহ মোট ১৬টি পর্বে এবারের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীরা এই সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের তারিখ ২৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
বৃহস্পতিবার , ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ওই কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।