25 C
Dhaka
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই রজব, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিডিইউতে এআই ফর ইমারসিভ টেকনোলজি শীর্ষক প্রশিক্ষণ ও এমওইউ সম্পন্ন

টেকসিঁড়ি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে BDSET প্রকল্পের আয়োজনে এবং ডি ক্রাউড আইটি লি. এর পরিচালনায় শিক্ষার্থীদের এআই ফর ইমারসিভ টেকনোলজি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং BDSET প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন ডি ক্রাউড আইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রক্তিম শর্মা।

BDSET এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট এর পরিচালক ও আই-ইইই বাংলাদেশ সেকশন এর পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আই.আর.ই. বিভাগের প্রভাষক এবং এনআইসিসি সেলের পরিচালক মোঃ তৌকির আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠান ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণকে সবসময় গুরুত্ব দিতে হবে। যত কষ্টই হোক এসব প্রশিক্ষণের জন্য সময় বের করে নিবে। এর মাধ্যমেই তোমরা দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

Related posts

পলিসি মেকার ও একাডেমিয়ানদের পারস্পরিক সম্পর্ক সমাজে কল্যাণ বয়ে আনবে

Tahmina

‘গবেষণা কার্যক্রমকে ধারাবাহিক রেখে চুয়েট হবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়’

Tahmina

এআইইউবি সিএস ফেষ্ট ২০২৪ এর পর্দা নামলো

Samiul Suman

Leave a Comment