টেকসিঁড়ি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “ডি-নথি ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন”শীর্ষক প্রশিক্ষণ (ব্যাচ-২) অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ (শনিবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিডিইউ-এর প্রশাসনিক ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডি-নথি বিষয়ে জানা এবং এর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডি-নথি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
বিডিইউ-এর সিনিয়র লার্নিং ম্যানেজার মো. টি. এ. এম. তুষার উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ইন্টারনেট অব থিংস্ অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক জনাব সুমন সাহা। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।