টেকসিঁড়ি রিপোর্ট : রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ১৭ এবং ১৮ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে সিএসই ফেস্ট ২০২৫।
UIU CSE Fest-এর উদ্বোধনী অনুষ্ঠানে (১৭ই জানুয়ারি ২০২৫) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি শীষ হায়দার চৌধুরী, এনডিসি, MCIPS(CS), সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ।
১৮ই জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ড. মুহম্মদ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
এই আয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৫ টা অব্দি চলা প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে ব্লকচেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড (কলেজ শিক্ষার্থীদের জন্য), আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (IUPC), সকার বট প্রতিযোগিতা, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা এবং প্রজেক্ট শো। প্রতিযোগিতাগুলোর সর্বমোট প্রাইজপুল ১১ লাখ টাকা।
প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশের প্রায় ৮০ টি বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য কলেজ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ আশা করছে আয়োজকরা।