টেকসিঁড়ি রিপোর্ট : নানান আয়োজনের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় নোবিপ্রবি জাতীয় সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার , ১৯ জানুয়ারী ২০২৫, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফর্মেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কি-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো: আক্তার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন।
সমাপনী দিনে সায়েন্টিফিক ডকুমেন্টারি, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন এবং সায়েন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
স্কুল-কলেজ পর্যায়ে ২টি এবং বিশ^বিদ্যালয় পর্যায়ে ১৪টি সহ মোট ১৬টি পর্বে এবারের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এই সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধন করে এবং তাদের তৈরী করা প্রজেক্টগুলো প্রদর্শন করে।