টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ৬ জন শিক্ষার্থীকে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে (বিএসসিএল) ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অংশ হিসেবে স্যাটেলাইট প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
শিক্ষার্থীরা ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিএসসিএলের ‘কারিগরি, গবেষণা ও পরিকল্পনা’ এবং ‘অপারেশন’ উইং-এ প্রশিক্ষণে অংশ নেবেন। এই সময়ে তারা বিএসসিএলের স্যাটেলাইট অপারেশন, নেটওয়ার্ক কন্ট্রোলিং এবং সিস্টেম মনিটরিং কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
প্রশিক্ষণের প্রথম তিন দিন শিক্ষার্থীরা বিএসসিএলের প্রধান কার্যালয়ে এবং পরবর্তী দুই দিন প্রাথমিক গ্রাউন্ড স্টেশন, গাজীপুরে প্রশিক্ষণ গ্রহণ করবেন। বিএসসিএলের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করেন সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আনোয়ারুল আজিজ ও ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম।
গ্রাউন্ড স্টেশনে প্রশিক্ষণ প্রদান করবেন উপ মহাব্যবস্থাপক (অপারেশন) বখতিয়ার আহমেদ, ঊর্ধ্বতন ব্যবস্থাপক মোঃ সাইখ সালমান ও ব্যবস্থাপক মোঃ সামাউন সোবহান।
অ্যাটাচমেন্ট চলাকালীন তারা বিএসসিএলের Satellite Operating and Controlling Center (SOCC)-এ সরাসরি পর্যবেক্ষণ ও হাতে-কলমে প্রশিক্ষণ নেবেন। এর মাধ্যমে তারা দেশের স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো, ট্রান্সপন্ডার ব্যবস্থাপনা ও নেটওয়ার্ক অপারেশন সিস্টেম সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।
প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে গভীর জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে এ অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, “সরকারি কোম্পানি হিসেবে আমরা যেভাবে ব্যবসার কথা সবার আগে প্রাধান্য দেই, সেভাবেই স্যাটেলাইট ইন্ডাস্ট্রিতে তরুণদের সুযোগ দিয়ে এ খাতে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হতে চাই।”
উল্লেখ্য, দেশের ভবিষ্যৎ প্রকৌশলীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আয়োজন করে আসছে।

