টেকসিঁড়ি রিপোর্ট : রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসাঃ রোকসানা খাতুন এর “দ্যা নেচার” শীর্ষক ৩ দিন ব্যাপী একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে চুয়েটে। চলবে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
তিন দিন ব্যাপী একক চিত্রকর্ম প্রদর্শনীতে মোট ৮০টি চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে।
১৮ই ফেব্রুয়ারী , মঙ্গলবার ২০২৫ খ্রিঃ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি ভবনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে গেস্ট অব অনার ছিলেন চুয়েট ও রুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফাইন আর্ট বিভাগের অধ্যাপক ড. সুফিয়া বেগম। এতে সঞ্চালনা করেন চুয়েটের রসায়ন বিভাগের প্রভাষক সানজিদা মুকুট।