৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ড্যাফোডিলে শিশুদের জন্য বুট ক্যাম্প ১৭ মে

টেকসিঁড়ি রিপোর্ট : ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অভ ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনরশীপ শিশুদের জন্য দিন ব্যাপী চিলড্রেন এন্ট্রাপ্রেনরশীপ ২০২৪ বুট ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে আগামী ১৭ মে । রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ মে, ২০২৪।

এই বুট ক্যাম্পের লক্ষ্য ৮ থেকে ১৬ বছর বয়সী শিশুদের (বাংলাদেশের ভবিষ্যত) মধ্যে উদ্যোক্তা সম্ভাবনাকে উদ্দীপিত করা, তাদের উদ্ভাবনের যুগে উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং পরামর্শ দিয়ে সজ্জিত করা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভারের ক্যাম্পাসে ১৭ মে সকাল ৮ঃ৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত হবে এই আয়োজন। রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে ১২00 টাকা , একজন অভিভাবক (বাবা/মা) সহ।

রেজিস্ট্রেশন করতে লিংক: https://forms.gle/iKdATxwySStnqgX2A ।

সেশন যা যা হবে , ব্যবসায়িক দক্ষতার উপর অধিবেশন , ইন্টারেক্টিভ গেমিং সেশন, জীবন দক্ষতার অধিবেশন, সফট স্কিল নিয়ে সেশন।

Related posts

ঢাকায় ১৬ ও ১৭ জুলাই বিয়ার সামিট এবং সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

Tahmina

অ্যান্ড্রয়েড ডেভেলপারদের সম্মেলন ‘ড্রয়েডকন বাংলাদেশ’ আগামী ২০ ও ২১ জুন

Tahmina

২০, ২১ জুলাই কুষ্টিয়া আইসিটি ফ্রিল্যান্সিং ইয়ুথ কনফারেন্স

Tahmina

Leave a Comment