টেকসিঁড়ি রিপোর্ট : চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব চট্টগ্রাম আইসিটি মেলা ২০২৫। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মেলা।
মেলায় থাকবে আধুনিক প্রযুক্তি এবং গ্যাজেটের প্রদর্শনী। দেশি এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণ। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এবং আইওটি সেবার প্রদর্শনী। থাকবে স্টার্টআপদের জন্য নেটওয়ার্কিং এবং প্রদর্শনের সুযোগ। কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা।
১৫ জানুয়ারি সকাল ৯:৩০ মিনিটে মেজর জেনারেল ইমদাদুল বারি, চেয়ারম্যান, বিটিআরসি, মেলার উদ্বোধন করবার কথা রয়েছে । এছাড়াও উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং প্রযুক্তি প্রেমীরা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা অব্দি।
বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা: ইমেইল:admin@cictf.com ওয়েবসাইট: www.cictf.com। মেলা আয়োজন করছে আইএসপিএবি ।