20 C
Dhaka
২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

এআইইউবি প্রেজেন্টস নটর ডেম সায়েন্স ফেস্টিভ্যাল শুরু ৯ মে

টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৯ মে থেকে ১১ মে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এআইইউবি প্রেজেন্টস নটর ডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হতে যাচ্ছে। রাজধানীর মতিঝিল নটর ডেম কলেজে এ ফেস্টিভ্যাল আয়োজিত হবে। নিবন্ধন করা যাবে ৮ মে পর্যন্ত ।

নটর ডেম অ্যানুয়াল সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজন করছে নটর ডেম বিজ্ঞান ক্লাব। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

উৎসবে বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট ও সার্টিফিকেটসহ আরও উপহার। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে আয়োজিত হচ্ছে এই ফেস্টিভ্যাল। নিবন্ধন করে এতে অংশগ্রহণ করতে হবে। সম্পূর্ণ ফ্রি নিবন্ধন ।

বিস্তারিত জানতে দেখুন নটর ডেম বিজ্ঞান ক্লাব ফেসবুক পেজ: https://www.facebook.com/NDSCOfficial

নিবন্ধন লিংক:  https://www.facebook.com/events/766839915449741/permalink/781735630626836/

এ উৎসবে ১৫টির বেশি বিভাগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিজ্ঞানবিষয়ক অলিম্পিয়াড, সায়েন্টিফিক রিসার্চ, প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন ও সায়েন্টিফিক ভেঞ্চার। পাশাপাশি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ক্লাব কনভোকেশনের মতো বিভিন্ন আয়োজন রয়েছে।

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে এতে অংশগ্রহণ করতে পারবে। যেমন প্রজেক্ট এক্সিবিশন ও প্রজেক্ট এক্সপোতে ক্যাটাগরি রয়েছে ২টি। স্কুল পর্যায় (৬ষ্ঠ–১০ম শ্রেণি) ও কলেজ পর্যায় (একাদশ–দ্বাদশ শ্রেণি)। আবার অলিম্পিয়াডে মোট ৪ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রাথমিক (১ম–৫ম শ্রেণি), জুনিয়র (৬ষ্ঠ–৮ম শ্রেণি), সিনিয়র (৯ম-১০ম শ্রেণি) ও ইন্টারমিডিয়েট (একাদশ-দ্বাদশ শ্রেণি)।

১৯৫৫ সালে এশিয়ার প্রথম বিজ্ঞান ক্লাব হিসেবে যাত্রা শুরু করে নটর ডেম বিজ্ঞান ক্লাব। প্রতি বছর দেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহণ করে। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

Related posts

‘সাইবার সিকিউরিটি এক্সপো ২০২৪’ আয়োজনে এসএমপি সাইবার সিকিউরিটি এবং ইউএপি’র মধ্যে চুক্তি

TechShiri Admin

বাংলাদেশ এআই অলিম্পিয়াড’২৫ জাতীয় পর্ব ১৭ মে

Tahmina

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যা যা এলো

Tahmina

Leave a Comment