৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ফেইসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে ফ্রি সেমিনার ২৯ নভেম্বর

টেকসিঁড়ি রিপোর্ট : ডিজিটাল মার্কেটিং-এর অন্যতম একটি চ্যানেল হচ্ছে ফেইসবুক অ্যাড। ফেইসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে আগামী ২৯ নভেম্বর ,২০২৪ দিনব্যাপি ফ্রি এই সেমিনারের আয়োজন করেছে ইন্টারএক্টিভ কেয়ারস ।

সেমিনারের ইন্সট্রাকটর হিসেবে থাকবেন, শামীম হোসেইন , স্কিলআপার এর সিইও অ্যান্ড ফাউন্ডার।
সেমিনারের স্থান : রেইনি রুফ রেস্টুরেন্টস।

রেজিস্ট্রেশন লিংক এখানে। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ২৮ নভেম্বর ২০২৪ । রেজিস্ট্রশনকারী ভাগ্যবান ৬০ জন পাবেন ফ্রি এই সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ।

অফলাইন এই সেমিনারে ডিজিটাল মার্কেটিং আর এই মার্কেটিংয়ের অন্যতম মেইন চ্যানেল ফেইসবুক অ্যাড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অ্যাড কীভাবে রান করবেন, কীভাবে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করবেন, কল টু অ্যাকশন কী হতে পারে, সেই সাথে আলোচনা হবে বাজেটিং, বিডিং, ট্র্যাকিং আর মেজারিং-এর মতো অ্যাডভান্সড কিছু টপিক নিয়েও।

Related posts

ঢাকায় আইক্যান আউটরিচ প্রোগ্রাম ১১ ও ১৪ জুলাই

TechShiri Admin

৪ থেকে ১১ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপন হবে ঢাকায়

Tahmina

আইইবি’র ৬১তম কনভেনশনের রেজিষ্ট্রেশন এর শেষ দিন আজ

Samiul Suman

Leave a Comment