১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

৪,৫ অক্টোবর এআইইউবিতে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’২৪ বাংলাদেশ পর্ব 

টেকসিঁড়ি রিপোর্ট : ৪,৫ অক্টোবর, ৫০০ এর অধিক প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে বাছাইকৃত শীর্ষ ৫০ টি প্রকল্প নিয়ে আমেরিকান  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ  (এআইইউবি)তে  এবং বাকি  ৪৫০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী হ্যাকথন।

টানা ১১তম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বেসিস স্টুডেন্টসফোরামের সহযোগিতায় আয়োজন করছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪।

বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহর থেকে তিন হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে এই হ্যাকাথনে।

বিগত ১০ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস  অ্যাডমিনিস্ট্র্রেশন (নাসা) আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

Related posts

এআইইউবি’তে অনুষ্ঠিত হলো সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪

TechShiri Admin

ফেইসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে ফ্রি সেমিনার ২৯ নভেম্বর

Tahmina

ডাটাসেন্টার টেকনোলোজি সামিট ২০২৪ এর রেজিষ্ট্রেশন উন্মুক্ত

Samiul Suman

Leave a Comment