29 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

লুনা সামসুদ্দোহা গার্লস ইন আইসিটি সপ্তাহের রেজিষ্ট্রেশন শুরু

টেকসিঁড়ি রিপোর্টঃ সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক প্রতিবছর মেয়ে শিশু ও নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনে উৎসাহিত করতে গার্লস ইন আইসিটি উদযাপন করে থাকে।
তারই ধারাবাহিকতায় এবছর আয়োজিত হচ্ছে লুনা সামসুদ্দোহা গার্লস ইন আইসিটি সপ্তাহ উদযাপন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে ও দোহাটেক এর অনুপ্রেরণায় এই উদযাপনের অন্যতম অনুষঙ্গ হিসেবে আয়োজিত হচ্ছে লুনা সামসুদ্দোহা হাই স্কুল গার্লস রোবটিক্স প্রোজেক্ট শো। এই প্রতিযোগিতার সহযোগী হিসেবে আছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ।
যারা অংশ নিতে পারবে- ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির মেয়ে শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ১০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২২ এপ্রিল ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।
প্রতিযোগিতার সময় – ২৬ এপ্রিল ২০২৪, সকাল ৮ টা ৩০ থেকে দুপুর ১ টা
ভেন্যু – ১২ তলা, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীত পাশে)
প্রতিযোগিতা পরিচিতি
এটি একটি রোবটিক্স বিষয়ক সৃজনশীল প্রতিযোগিতা। মানুষের কল্যাণে ব্যবহার করা যায় এমন একটি রোবটিক্স প্রোজেক্ট তৈরি করে নিয়ে আসতে হবে। রোবটিক্স প্রোজেক্টটি যেকোনো হার্ডওয়্যার, সফটওয়্যার দিয়ে তৈরি করা যাবে। উপস্থিত বিচারকদের সামনে ২ মিনিটের একটি উপস্থাপনা করতে হবে এবং রোবট চালিয়ে দেখাতে হবে। এসময় রোবটটি কীভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা যাচ্ছে সেটি প্রাধান্য পাবে বিচারকদের কাছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী
১। এটি একটি একক প্রতিযোগিতা। একটি রোবট নিয়ে একজন প্রতিযোগী অংশ নিতে পারবে।
২। প্রতিযোগিতাটি ২ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে-
জুনিয়র – ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
সিনিয়র – ৯ম, ১০ম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী
৩। প্রথমে নির্ধারিত ফর্মে রেজিস্ট্রেশন করতে হবে ও নিজের রোবটের আইডিয়া ৩০০ শব্দের মধ্যে লিখে জমা দিতে হবে। যারা রেজিস্ট্রেশন করবে তাদের একটি অনলাইন সাক্ষাৎকার নেয়া হবে।
৪। অনলাইন সাক্ষাৎকার থেকে মোট ২০ জনকে বাছাই করা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
৫। নির্বাচিতরা প্রতিযোগিতার দিন ভেন্যুতে এসে নিজেদের রোবট প্রদর্শনী করবে এবং উপস্থিত বিচারকদের সামনে রোবট উপস্থাপনা করবে।
৬। বিচারকদের সামনে ২ মিনিট সময় পাওয়া যাবে উপস্থাপনা ও রোবট চালিয়ে দেখার জন্য।
৭। এরপর বিচারকেরা রোবট সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন ও সার্বিক পারফরম্যান্স থেকে বিজয়ী নির্বাচন করবেন।
৮। প্রতিটি ক্যাটাগরি থেকে সেরা ৩ জন বিজয়ী ঘোষিত হবে ও পুরষ্কার হিসেবে এচিভমেন্ট সার্টিফিকেট, মেডেল ও বই পুরষ্কার পাবে।
৯। ভেন্যুতে আসা সকল প্রতিযোগীও অংশগ্রহণ করার সার্টিফিকেট পাবে।
১০। যেকোনো বিষয়ে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত।
বিশেষ দ্রষ্টব্য –
ক) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ, রোবট, ল্যাপটপের চার্জার, মাল্টিপ্লাগ ইত্যাদি প্রয়োজনীয় উপকরণ সাথে করে নিয়ে আসতে হবে প্রতিযোগিতার দিন।
খ) প্রতিযোগিতায় কোন খাবারের ব্যবস্থা নেই। চাইলে সাথে করে বাসা থেকে খাবার আনা যাবে।
গ) অভিভাবকদের জন্য কোন ওয়েটিং জোনের ব্যবস্থা নেই।
ঘ) অনলাইন সাক্ষাৎকারে অংশ নিয়ে নির্বাচিত না হলে ভেন্যুতে এসে প্রতিযোগিতায় অংশ নেবার কোন সুযোগ নেই।
রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01924016037
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে ১০০ টাকা (এক শত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/pmNNUzDhDKikV2bs8 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ করতে হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময় – ২২ এপ্রিল ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711

Related posts

ফোরজি বন্ধ হলেও চালু থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট: আইএসপিএবি

TechShiri Admin

‘আকাশ গো’ অ্যাপ আনলো আকাশ ডিজিটাল টিভি

Tahmina

আপনার ফোন আপনার সম্পর্কে যা যা জানে (শেষ পর্ব )

Tahmina

Leave a Comment