টেকসিঁড়ি রিপোর্ট : ১৬ আগস্ট ২০২৫ শনিবার থেকে ১৬তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৬ এর নিবন্ধন শুরু হয়েছে। আঞ্চলিক পর্ব সরাসরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক বিজয়ীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
৪টি ক্যাটাগরীতে এবারের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এগুলো হলো ,
ক্যাটাগরী এঃ ৫ম – ৬ষ্ঠ শ্রেণী , ক্যাটাগরী বিঃ ৭ম – ৮ম শ্রেণী
ক্যাটাগরী সিঃ ৯ম- ১০ম শ্রেণী (এস এস সি পরীক্ষার্থী ও সমমান),
ক্যাটাগরী ডিঃ ১১শ- দ্বাদশ শ্রেণী (এইচ এস সি পরীক্ষার্থী ও সমমান)।
নিবন্ধনের ক্ষেত্রে যে দিন নিবন্ধন সম্পন্ন করবে তার ৬ মাস পূর্বের শ্রেণী ব্যবহার করতে হবে। (অর্থাৎ, নিবন্ধনের সময় থেকে ৬ মাস আগে যে শ্রেণীতে অধ্যয়নরত ছিলে, সেটিই প্রযোজ্য হবে।)
আন্তর্জাতিক মঞ্চে এবারের বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড থেকে যা করা হবে —
• ৫ জন প্রতিযোগী কলম্বিয়ায় অনুষ্ঠিতব্য ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে (IPhO) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
• ৮ জন প্রতিযোগী দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৬তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে (APhO) অংশ নেবে।
• ৫ জন প্রতিযোগী সুইডেনে অনুষ্ঠিতব্য ১০ম ইউরোপিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে (EuPhO)-তে অংশগ্রহণের সুযোগ পেতে পারে।
পদার্থবিজ্ঞানের প্রতি দেশের শিক্ষার্থীদের আগ্রহকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার এটাই সেরা সুযোগ। নিবন্ধন করুন: www.bdpho.org .
ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে Registration অপশন সিলেক্ট করলে নিবন্ধন ফর্মে নিয়ে যাবে। নিবন্ধন ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেয়ার পরে Complete Registration বাটনে ক্লিক করতে হবে। যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে Confirm Registration বাটনে ক্লিক করলে পেমেন্ট ফর্মে নিয়ে যাবে। পেমেন্ট সম্পন্ন করলে নিবন্ধন সম্পন্ন হবে। এই নিবন্ধন ফি শুধুমাত্র আঞ্চলিক পর্বের জন্য। একই নম্বর থেকে একাধিক নিবন্ধন ফি পরিশোধ করতে হলে কমপক্ষে ১০ মিনিট বিরতি দিয়ে চেষ্টা করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর প্রতিযোগী তার নিবন্ধিত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড পেয়ে যাবে। এই নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। নিজের প্রোফাইলে প্রবেশ ও কোন পরিবর্তনের জন্য নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।
যেহেতু নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড মোবাইল ফোনে পাঠানো হবে সেক্ষেত্রে মোবাইল নম্বর নির্বাচনের বিষয়ে খেয়াল রাখতে হবে। নিবন্ধনের সময় কোন সমস্যা হলে বা নিবন্ধনের পরে এস এম এস না পেলে [email protected] এ সমস্যা জানিয়ে ই-মেইল করতে হবে।
আরও খেয়াল করতে হবে, নিবন্ধনের জন্য টেলিটক নম্বর ব্যবহার করা যাবে না। ফিজিক্স অলিম্পিয়াডের নিবন্ধন ফি বাবদ ৩৬০ (তিন শত ষাট) টাকা প্রদান করতে হবে অনলাইনে নিবন্ধনের সময় (যা অফেরতযোগ্য)।