টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ২০, ২১ জুলাই বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি এবং কুষ্টিয়ার ফ্রিল্যান্সার কম্যুনিটির যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে কুষ্টিয়া আইসিটি ফ্রিল্যান্সিং ইয়ুথ কনফারেন্স ২০২৪ ।
কনফারেন্সে উপস্থিত থাকবেন উক্ত প্রতিষ্ঠানের উচ্চ-পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক মার্কেটপ্লেসের সফল ফ্রিল্যান্সাররা, যারা শেয়ার করবেন তাদের ফ্রিল্যান্সিং জার্নি।
এছাড়াও ফ্রিল্যান্সিং ও টেকনিক্যাল বিষয়ে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা তাদের অভিজ্ঞ মতামত শেয়ার করবেন, থাকবে কুইজ সেশন, সরাসরি প্রশ্ন-উত্তর সেশন, মতামত বিনিময় পর্ব, গেমস, লাঞ্চ ও স্ন্যাক্স এবং আরও অনেক কিছু।
আপনি যদি ফ্রিল্যান্সিং – এ ক্যারিয়ার গড়ার জন্য আগ্রহী হন অথবা ইতিমধ্যে ফ্রিল্যান্সিং কাজ করছেন কিন্তু আপনি চাইছেন ক্যারিয়ারকে অন্য মাত্রায় নিয়ে যেতে তবে এই কনফারেন্সে অংশ নিতে পারেন। রেজিস্ট্রেশন করতে কোন ফি দিতে হবে না, রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১৫ জুলাই, ২০২৪।
কনফারেন্সের স্থান জেলা শিল্পকলা একাডেমি , কুষ্টিয়া। রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে: https://kifyc.ecdl.com.bd/
বাংলাদেশ এবং কুষ্টিয়া – এর ফ্রিল্যান্সিং কমিউনিটির সবার অংশগ্রহণে এই কনফারেন্সে সম্ভাবনাময় তরুণ ফ্রিল্যান্সাররা পাবেন নতুন দিক নির্দেশনা, নিজেদের মধ্যে পরিচয় ও নেটওয়ার্কিং এর সুযোগ ।