টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর ৮ দিন ব্যাপী ঢাকার ধানমন্ডিতে পালিত হতে যাচ্ছে বিশ্ব মহাকাশ সপ্তাহ ।
ম্যাসল্যাব এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আয়োজনে এই আয়োজনে শুরু হবে ৪ অক্টোবর বিকেল ৩ টায়। ঠিকানা , লেভেল ১২, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাত মসজিদ রোড , ঢাকা ।
মানুষের কল্যাণে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির অবদান উদযাপনের জন্য জাতিসংঘ ১৯৯৯ সালে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ ঘোষণা করে। প্রতি বছর ৪ থেকে ১০ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়। সারা বিশ্বে সবাইকে অনুপ্রাণিত করতে এই সপ্তাহ জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। সেই ধারাবাহিকতায় এবার মহাকাশ এবং জলবায়ু পরিবর্তন থিমে “বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৪” উদযাপন করা হবে।