টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৪ সারা দেশ জুড়ে উদযাপিত হবে জাতীয় কন্যা শিশু দিবস। ম্যাসল্যাব এবং বিডিওএসএন মিলে আয়োজন করছে “অল গার্লস স্ক্র্যাচ প্রোগ্রামিং কনটেস্ট”।
বিভিন্ন গেম, অ্যানিমেশন, ভিডিও, কার্টুন সহ ইত্যাদি সব প্রজেক্ট তৈরি করতে পারা এবং মজার মজার সব প্রশ্নের উত্তর দিলে “অল গার্লস স্ক্র্যাচ প্রোগ্রামিং কনটেস্ট” এর বিজইয়ীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট।
অংশগ্রহণের শর্তাবলী:
– প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করতে পারবে (প্রথম থেকে ষষ্ঠ) শ্রেণির মেয়ে শিক্ষার্থীরা।
– প্রতিযোগীদের নিজেদের ডিভাইস (ল্যাপটপ, ট্যাব) নিয়ে আসতে হবে।
– আয়োজনের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৪
– আয়োজনের সময়: বিকাল ৩.০০টা-৫.০০টা
– আয়োজনের স্থান: ম্যাসল্যাব, ধানমন্ডি, ঢাকা (https://g.page/bdosn)
রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
রেজিস্ট্রেশন ফর্ম: https://forms.gle/Rc5YxXHxT2j2w7by6
প্রয়োজনে যোগাযোগ : ই -মেইল: [email protected]