৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

২ দিন ব্যাপী সিএসই ফেস্ট’২৫ ইউআইইউ তে

টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১৭ এবং ১৮ জানুয়ারী’ ২০২৫ এ দু দিন ব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৫ টা অব্দি চলবে এই আয়োজন।

যা যা হবে ফেস্টে ঃ

ইউআইইউ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট : কোডিং চ্যালেঞ্জে এই বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং IOI (ইনফরমেটিক্সে আন্তর্জাতিক অলিম্পিয়াড) শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। তাই ২০ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে নিবন্ধন করতে হবে। 

আইসিটি অলিম্পিয়াড : এই প্রতিযোগিতাটি শুধুমাত্র কলেজ ছাত্রদের জন্য উন্মুক্ত। ২৭ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে নিবন্ধন করতে হবে। 

প্রোজেক্ট শোকেস : এই বিভাগটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাম্প্রতিক স্নাতকদের জন্য উন্মুক্ত (গত বছরের মধ্যে স্নাতক)। তাই ২০ ডিসেম্বর এর মধ্যে নিবন্ধন করতে হবে।

ব্লকচেইন অলিম্পিয়াড : এই বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা সাম্প্রতিক স্নাতকদের জন্য উন্মুক্ত (গত বছরের মধ্যে, জানুয়ারি ২০২৪ থেকে স্নাতক)। তাই ২০ ডিসেম্বর এর মধ্যে নিবন্ধন করতে ভুলবেন না ।

লাইন ফলোয়ার রোবট : এই বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং IOI (ইনফরমেটিক্সে আন্তর্জাতিক অলিম্পিয়াড) শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।  ২৭ ডিসেম্বর  এর মধ্যে নিবন্ধন করতে হবে।

এই বিভাগটি পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল স্নাতক প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

রোবো সকার : আপনার বট দল তৈরি করুন এবং রোবোটিক সকার মাঠে আধিপত্য বিস্তার করুন। এই বিভাগটি পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্রদের সকল স্নাতক প্রোগ্রাম ছাত্রদের জন্য উন্মুক্ত। তাই ২৭ ডিসেম্বর এর মধ্যে নিবন্ধন করতে হবে । 

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

Related posts

সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে বিডিএসএএফ আয়োজন করলো সাইবার ইভিনিং ২০২৪

Tahmina

৫ম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড হবে ২১ জুন

Tahmina

সিসকো আইওটি হ্যাকাথন’২৪ এর ফাইনালে ২৫ দল

Tahmina

Leave a Comment