টেকসিঁড়ি রিপোর্ট : ২য় বারের মত শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (BdAIO)। বাংলাদেশে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণী বা সমমান (পলিটেকনিক ৪র্থ পর্ব পর্যন্ত) পর্যায়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিচ্ছে ।
সময়: ১৭ মে ২০২৫, স্থান: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা। অংশগ্রহণ করবে প্রোগ্রামিং ও মেশিন লার্নিং কম্পিটিশন এবং কুইজ প্রতিযোগিতা এর বিজয়ীরা।
এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিং দক্ষতা (Python) এবং এআই জ্ঞান প্রদর্শন করতে পারবে, এবং সেরা প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে (IOAI) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে!
এবারের অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে একাধিক ধাপে। প্রাথমিক বাছাই পর্ব থেকে জাতীয় পর্ব পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান পরীক্ষা করার সুযোগ পাবে এবং বাছাইকৃত শিক্ষার্থীরা পরবর্তি ধাপে উত্তীর্ণ হবে।
এছাড়াও, এই বছর থেকে শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় উৎসাহী করার জন্য এবং পরবর্তী অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি শুরু করার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা যুক্ত করা হচ্ছে।