টেকসিঁড়ি রিপোর্ট: সিলেটে আয়োজিত হচ্ছে ‘বিডিনগ-২০ (Bangladesh Network Operators Group)’ এর ২০ তম সম্মেলন। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর এই আয়োজনটি ১১ থেকে ১৪ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
ইন্টারনেটের টেকনিক্যাল ও অপারেশনাল প্রযুক্তি বিষয়ে এই সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা একত্রিত হবেন। কনফারেন্সের পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণমূলক ওয়ার্কশপও অনুষ্ঠিত হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য ফেলোশিপের ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। এই ফেলোশিপের আওতায় সম্মেলনে অংশগ্রহণের সংশ্লিষ্ট খরচ বহন করা হবে। ফেলোশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৫ অক্টোবর, ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দিতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে, নিম্নোক্ত ওয়েব ঠিকানায়: https://fellowship.apnic.net/