টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ২১ এবং ২২ জুন , ২০২৫ তারিখে ঢাকার সেনাপ্রঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে বিপিও সামিট বাংলাদেশ , ২৫। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে BPO 2.0: Revolution to Innovation”।
এই সামিটটিতে বিভিন্ন ধরণের ইভেন্ট , যার মধ্যে থাকবে থিম্যাটিক সেশন, উচ্চ-স্তরের প্যানেল আলোচনা, একটি ক্যারিয়ার ফেস্ট, শিল্প প্রদর্শনী এবং পুরষ্কার বিতরণী থাকবে ।
বাংলাদেশ এসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) জানিয়েছে, এই বছরের সামিটটি ICT Business Promotion Council (IBPC), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এবং ICT বিভাগ, ICT বিভাগের সাথে কৌশলগত অংশীদারিত্বে আয়োজিত হবে।
এই প্রিমিয়ার আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপস্থিত থাকবেন ।