টেকসিঁড়ি রিপোর্টঃ প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ (DRMC) ম্যাথ ক্লাব আবারো আয়োজন করছে “২য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট ২০২৫”। ৯ থেকে ১১ অক্টোবর ৩ দিন ব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে সন্ধ্যে ৬ টা অব্দি।
“Continuing the Legacy, Reaching New Heights” স্লোগান নিয়ে এবারের আয়োজন হবে প্রতিভাবান তরুণদের মেধা ও আবেগকে এক প্ল্যাটফর্মে আনার এক মহোৎসব।
গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান, জ্যামিতি, অ্যাস্ট্রোনমি, ক্যালকুলাস ও বিভিন্ন ব্রেইন গেমসের পাশাপাশি থাকবে কুইজ, প্রজেক্ট ডিসপ্লে, ট্রেজার হান্ট, মজার গেমিং প্রতিযোগিতা, আর্ট–ফটোগ্রাফি–ডিজিটাল ইলাস্ট্রেশনসহ আরও নানা চমকপ্রদ আয়োজন।
এবারের সামিটের বিশেষ দিকসমূহ :
অলিম্পিয়াড সিরিজ : গণিত, পদার্থবিজ্ঞান, জ্যামিতি, অ্যাস্ট্রোনমি, ক্যালকুলাস এবং আইকিউ টেস্ট।
ব্রেইন গেমস : দাবা, সুডোকু, স্পিড কিউবিং, ক্রসওয়ার্ড।
স্পেশাল কনটেস্ট : স্পিড ম্যাথ, হিউম্যান ক্যালকুলেটর, ইন্টেগ্রাল ব্যাটল।
কুইজ : সলো কুইজ, মেগা কুইজ, অ্যানিমে কুইজ।
স্পেশাল ইভেন্ট : ট্রেজার হান্ট, ম্যাথ আর্ট, টাইম ট্রাভেলিং কুইজ।
ডিসপ্লে ও প্রদর্শনী : প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, ডিজিটাল ইলাস্ট্রেশন, স্ক্র্যাপবুক প্রদর্শনী, ম্যাথ ফটোগ্রাফি।
অনলাইন সাবমিশন : ম্যাথ আর্টিকেল, ম্যাথ ইন মোশন, ম্যাথ মিম, কনসেপ্ট এক্সপ্লেইনিং।
গেমিং: ফিফা, মাইনক্রাফট প্রতিযোগিতা।
অংশগ্রহণ ও নিয়মাবলি:
বেশিরভাগ ইভেন্টে কোনো রেজিস্ট্রেশন ফি নেই, তবে কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ ফি প্রযোজ্য।
অংশগ্রহণকারীরা প্রাইমারি (৩–৫), জুনিয়র (৬–৮), সেকেন্ডারি (৯–১০), হায়ার সেকেন্ডারি (১১–১২) এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভাগ হয়ে প্রতিযোগিতা করবে। সকল প্রতিযোগিতায় স্বচ্ছতা, সুষ্ঠুতা ও নিয়মের প্রতি সম্মান বজায় রাখা হবে।
বিভিন্ন ইভেন্টের জন্য আলাদা নিবন্ধন ফর্ম ও যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে।
যোগাযোগ:
সাদ আবরার (০১৭৭৭৩২২০০২)
সাধারণ সম্পাদক, DRMC Math Club
তাহমিদ জামান (০১৭৬৮৬১২৭৬৬)
সভাপতি, DRMC Math Club
নাবিল রহমান (০১৩১৯৯৩০০৪০)
সহ-সভাপতি, DRMC Math Club
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.facebook.com/drmcmathclub