টেকসিঁড়ি রিপোর্ট : দেশের হোস্টিং ইন্ডাস্ট্রি’র সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ৭ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে হোস্টিং সামিট – ২০২৫।
দেশের হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেটের উদ্যোগে ঢাকার ৫ তারকা হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে এই সামিটের আয়োজন করা হয়েছে।
প্রতিবছর দেশের ওয়েব হোস্টিং এর সার্বিক উন্নতি, সম্ভাবনা এবং বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়ে সামিট অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি, বিটিসিএল, বেসিস, ই ক্যাব , সিসপাব, বাক্কো , আইএসপিএবি’র প্রতিনিধি বৃন্দ। সামিটে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি উদ্যোক্তা জনাব, আবু সুফিয়ান হায়দার। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় ৩০ টির ও বেশী হোস্টিং কোম্পানীর প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তাগণ উক্ত সামিটটিতে অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে সামিটটির আহ্বায়ক মোঃ একরামুল হায়দার বলেন এই বছরে সামিটে অবকাঠামো, এআই , সাইবার নিরাপত্তা এবং কর্মশক্তি উন্নয়নের উপর বিশদ আলোচনা করা হবে।
এছাড়াও এই সেক্টরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বৃন্দ ওয়েব হোস্টিং কোম্পানি গুলোর বর্তমান অবস্থা , ভবিষ্যৎ সম্ভাবনা এবং অন্তরায় গুলি নিয়ে আলোচনা করবেন । হোস্টিং শিল্পের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হবে ।
সামিটের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.hostingsummit.org