টেকসিঁড়ি রিপোর্ট : আইআরও বা ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াড, বাংলাদেশ ওপেন ২০২৫ এর জন্য নিবন্ধন শেষ হচ্ছে আজ , ২০ আগস্ট ।
বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ৪টি বিভাগে নিবন্ধন করতে পারবে: ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি , ফিজিক্যাল কম্পিউটিং, রোবোটিক্স কুইজ।
নির্বাচন প্রক্রিয়া:
অনলাইন প্রাথমিক রাউন্ড: ২৯ এবং ৩০ আগস্ট
জাতীয় রাউন্ড (বাংলাদেশ পর্যায়): ১২-১৩ সেপ্টেম্বর
জাতীয় রাউন্ডের সময়সূচী:
১২ সেপ্টেম্বর: ক্রিয়েটিভ ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং
১৩ সেপ্টেম্বর: ক্রিয়েটিভ মুভি এবং রোবোটিক্স কুইজ

আন্তর্জাতিক সুযোগ:
ক্রিয়েটিভ ক্যাটাগরি, ক্রিয়েটিভ মুভি এবং ফিজিক্যাল কম্পিউটিং এর বিজয়ীরা দল নির্বাচন ক্যাম্পের জন্য যোগ্যতা অর্জন করবে। নির্বাচিত শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (IRO) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। নিবন্ধনের শেষ তারিখ: ২০ আগস্ট।
রোবোটিক্স কুইজ:
রোবোটিক্সে নতুনদের উৎসাহিত করার জন্য একটি বিশেষ প্রতিযোগিতা। (বিজয়ীরা আন্তর্জাতিক রাউন্ডে যেতে পারবে না)
আয়োজক ও নিবন্ধন ঃ
আয়োজক: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক
নিবন্ধনের লিঙ্ক: বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেন । উল্লেখ্য, গত ৭ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৪টি গোল্ড মেডেলসহ ৮৩টি পদক অর্জন করেছে।