টেকসিঁড়ি রিপোর্ট : তুমি কি প্রস্তুত বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে ? বিজ্ঞানপ্রেমী কিশোরদের জন্য জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এক স্বপ্নযাত্রা , চ্যালেঞ্জ , প্রস্তুতি আর আত্মপ্রকাশের মঞ্চ। শুধু প্রতিযোগিতা নয়, এটি নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ।
রাশিয়ায় শুরু হচ্ছে ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)। এই উপলক্ষে বাংলাদেশ দল নির্বাচন উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৫)।
শুরু হয়েছে ১১ তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (BdJSO) রেজিস্ট্রেশন। চলবে ২৭ জুলাই , ২০২৫ পর্যন্ত ।
বিডিজেএসও এর বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত হবে দেশের শীর্ষ ৬ জন বিজ্ঞানমনষ্ক প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী। যারা দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়বে , জিতবে সম্মান ও মেডেল।
বিজ্ঞানের এ মহান যাত্রার যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO) এর বাংলাদেশ দলের অংশ হতে চাইলে রেজিস্ট্রেশন করে প্রথম ধাপ সম্পন্ন করতে হবে দ্রুত।
রেজিস্ট্রেশন কারা করতে পারবে?
২০১০ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী যারা তৃতীয় থেকে ১০ম শ্রেণি এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী।
আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন লিংক : https://online.bdjso.org