টেকসিঁড়ি রিপোর্টঃ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ম্যাসল্যাব দিনব্যাপী আয়োজন করছে ওপেন ল্যাব ডেই।
স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের জন্য আয়োজনে থাকছে, মাইক্রোস্কোপে কোষ পর্যবেক্ষণ, রাসায়নিক বিক্রিয়া, নারী বিজ্ঞানীদের গবেষণা। এছাড়াও থাকছে কুইজ এবং আকর্ষণীয় বিভিন্ন গেইম।
সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা অব্দি আয়োজন চলবে লেভেল ১২, গ্রীন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকায়।
রেজিস্টেশন করতে হবে এই ঠিকানায় । নারীদের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এই আয়োজনে রেজিস্টেশন চলছে।