25 C
Dhaka
১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

সিসকো আইওটি হ্যাকাথনে আবেদনের শেষ তারিখ ২৭শে জুলাই

টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১০ আগষ্ট ২০২৪, সিসকো বাংলাদেশ ও এআইইউবি ইনষ্টিটিউট অব কন্টিনিউইং এডুকেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪ ।

দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবে বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব, আইওটি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমুহ।

আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় টেক পোর্টাল টেকসিঁড়ি ডট কম।

শিক্ষার্থীদের ইন্টারনেট অব থিংকস (আইওটি) ভিত্তিক প্রজেক্ট ও গবেষনাতে আগ্রহ করে তুলার লক্ষ্যেই এই হ্যাকাথনের উদোগ নেয়া হয়। প্রজেক্ট আইডিয়া জমা দেয়ার জন্য ইতিমধ্যে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাকাথনে অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম স্থান অধীকারীর জন্য রয়েছে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার। তাছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকার নগদ পুরস্কার। যেকোন বয়স কিংবা শ্রেনীপেশার চাকুরীজীবি ও শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।

এই প্রতিযোগীতায় অংশগ্রহন নিতে নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর এবং ইমেল এড্রেস দিয়ে মেইল করতে হবে [email protected]  এই ঠিকানায় । অথবা বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে এআইইউবি ইনষ্টিটিউট অব কন্টিনিউইং এডুক্যাশন এর ফেসবুক পেজে।

গুরুত্বপুর্ণ বিষয় হলো প্রতিযোগীতার চুড়ান্ত পর্বে অংশগ্রহনের জন্য সর্বোচ্চ ২০টি দল কে তাদের প্রজেক্ট আইডিয়ার ভিত্তিতে নির্বাচিত করা হবে। প্রতিটি দলে তিন থেকে ৫ সদস্যের টিম থাকতে পারবে। হ্যাকাথনে আবেদনের শেষ তারিখ ২৭শে জুলাই ২০২৪। বিস্তারিত জানতে চোখ রাখুন নিচের ফেইসবুক লিংকে।
https://www.facebook.com/ice.aiub.edu

Related posts

কোডিং দক্ষতা নিয়ে অনলাইনে ফ্রি সেশন ১৬ নভেম্বর

Tahmina

ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতা ২০২৩-২৪

Samiul Suman

ডাটাসেন্টার টেকনোলোজি সামিট ২০২৪ এর রেজিষ্ট্রেশন উন্মুক্ত

Samiul Suman

Leave a Comment