১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

সিসকো আইওটি হ্যাকাথন’২৪ এর ফাইনালে ২৫ দল

টেকসিঁড়ি রিপোর্ট : সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪ এর চুড়ান্ত পর্বে অংশগ্রহন করার জন্য ২৫টি দল কে নির্বাচিত করা হয়েছে। রবিবার, ২৭ অক্টোবর ২০২৪এ এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউয়িং এডুকেশন এর পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম’র নেতৃত্বে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দল নির্বাচনের ক্ষেত্রে প্রজেক্ট এর উদ্ভাবনি আইডিয়া, টিমওয়ার্ক ও সমস্যা সমাধানের কৌশলকে বিশেষ প্রাধান্য দেয়া হয়েছে।। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা ৮৫টি প্রজেক্ট আইডিয়া হাতে পেয়েছি, এই প্রতিভাবান দলগুলি তাদের সৃজনশীল সমাধান এবং আইওটি দক্ষতা আমাদেরকে ভীষনভাবে মুগ্ধ করেছে। তাই চুড়ান্ত পর্বে ২০টি দল অংশগ্রহন করার কথা থাকলেও আমরা ২৫টা দলকে নির্বাচিত করেছি।

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে সিসকো আইওটি হ্যাকাথন ২০২৪ এর ফাইনাল রাউন্ড। দিনব্যাপি এই হ্যাকাথনে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইন্ডাষ্ট্রিতে থাকা আইটি প্রফেশনাল ও আইওটি বিশেষজ্ঞ।

এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় টেক পোর্টাল টেকসিঁড়ি ডট কম। বিস্তারিত জানার জন্য চোখ রাখুন ফেসবুক ইভেন্টে

Related posts

গুগল আইও সম্মেলন অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মে

Tahmina

কৃষির জন্য ড্রোন, লাইভ ওয়েবিনার ৭ মার্চ

Tahmina

ঢাকায় আইক্যান আউটরিচ প্রোগ্রাম ১১ ও ১৪ জুলাই

TechShiri Admin

Leave a Comment