টেকসিঁড়ি ফিচারঃ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) হিসেবে মোবাইল সিম সেবা চালু করার ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিটিসিএল দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে, যার ফলে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সমন্বিত সেবা উপভোগ করতে পারবেন। এই প্রতিবেদনটি লিখেছেন সোহেল সিকদার।
এমভিএনও (MVNO) কী?
এমভিএনও বা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হলো এমন একটি প্রতিষ্ঠান, যাদের নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো নেই; তবে তারা অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটরের (যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক বা টেলিটক) নেটওয়ার্ক ভাড়া নিয়ে নিজেদের ব্র্যান্ডে গ্রাহকদের মোবাইল সেবা প্রদান করে। বিটিসিএল এই মডেলেই তাদের মোবাইল সিম বাজারে আনবে।
বিটিসিএল-এর নতুন মোবাইল সিম ও অন্যান্য সেবা
বিটিসিএল তাদের নতুন এই উদ্যোগের আওতায় ‘ট্রিপল-প্লে’ এবং ‘কোয়াড-প্লে’ সেবা প্রদানের পরিকল্পনা করেছে। এর মাধ্যমে গ্রাহকরা একটি সমন্বিত প্যাকেজের অধীনে একাধিক সেবা উপভোগ করতে পারবেন। এই প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে:
- বিটিসিএল এমভিএনও মোবাইল সিম: ভয়েস কল ও ডেটা সেবা।
- শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল: বিটিসিএল মোবাইল সিম ও তাদের আইপি ফোন অ্যাপ ‘আলাপ’ ব্যবহার করে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল।
- আনলিমিটেড ইন্টারনেট: বিটিসিএল-এর জিপন (GPON) ও আইএসপি (ISP) সংযোগের মাধ্যমে সীমাহীন ডেটা ব্যবহার।
- আনলিমিটেড বিনোদন: দেশীয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম যেমন বঙ্গ (Bongo), চরকি (Chorki) ও হইচই (Hoichoi) দেখার সুযোগ। ভবিষ্যতে নেটফ্লিক্স (Netflix) ও অ্যামাজন প্রাইম (Amazon Prime) এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
- সাশ্রয়ী স্মার্টফোন: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ কিস্তি সুবিধা। ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে মাসে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন কেনার সুযোগ।
সবশেষ
এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা আরও উন্নত ও সাশ্রয়ী সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।