টেকসিঁড়ি রিপোর্ট : সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ফেইসবুক আইডি মানুষের জীবনে অনেক জরুরি ভুমিকা রাখে। কিন্তু মাঝে মাঝে এর নিরাপত্তা যেন কচু পাতার উপর বৃষ্টির জলের ফোঁটার মত টলমল করে । অনেকের আইডি বেহাত হয় , আজে বাজে ছবি ঝুলিয়ে দেয় হ্যাকাররা , টাকা দাবি করে ম্যাসেজ দেয় ইত্যাদি ।
কোন স্মার্ট ডিভাইস যদি আপনার ফেসবুকে লগইন করার চেষ্টা করে থাকে তখন ইমেইলে কোড আসে, আপনার হোয়াটসঅ্যাপে কোড আসে। ফেইসবুক নোটিশ করে । তাহলে এর মানে হলো কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে চাইছে। এমন কিছু হলে চিন্তিত হবার যথেস্ট কারণ ।
এই অবস্থায় যা করবেন তা হলো :
১, কোড কাউকে দিবেন না – ইমেইলে আসা কোড একান্তই আপনার জন্য। এটা কাউকে দিলে সে আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারবে।
২, পাসওয়ার্ড পরিবর্তন করুন – এখনই ফেসবুকে গিয়ে নতুন ও শক্তিশালী (Strong) পাসওয়ার্ড দিন।
বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা, বিশেষ চিহ্ন মিশিয়ে বানান।
৩, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন – সেটিংস থেকে Two-Factor Authentication (2FA) চালু করলে শুধু পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে না, আপনার ফোনে কোড আসবে।
৪, লগইন কার্যকলাপ চেক করুন – Settings → Security and Login → “Where You’re Logged In” এ গিয়ে দেখুন অপরিচিত কোনো ডিভাইস বা লোকেশন আছে কিনা। থাকলে Log Out করে দিন।
৫, রিকভারি তথ্য আপডেট করুন – আপনার ইমেইল ও ফোন নম্বর সঠিক আছে কিনা দেখে নিন। জেনে নিন এখনই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করা সবচেয়ে জরুরি।
ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার ধাপগুলো দেখুন ঃ
ফেসবুক অ্যাপ অথবা ব্রাউজারে লগইন করুন।
Menu (≡) → Settings & privacy → Settings এ যান।
Password and security বা Security and login এ ক্লিক করুন।
Change password এ চাপ দিন।
Current password: আপনার আগের পাসওয়ার্ড লিখুন।
New password: নতুন একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন (যেমনঃ Ra@hMan!2025 এর মতো বড় অক্ষর + ছোট অক্ষর + সংখ্যা + চিহ্ন মিলিয়ে)।
Confirm new password: আবার একইটা লিখুন।
Save changes চাপুন।