৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ক্যারিয়ার গাইড , চাকরি দেবে বণিক

টেকসিঁড়ি রিপোর্ট :  প্রতিষ্ঠানের নাম বণিক, তারা কিছু পদে যোগ্য প্রার্থী খুজঁছে। দেখুন আপনি বা আপনার কোন বন্ধুর জন্য চাকরি প্রয়োজন কিনা।

১। মার্কেটিং এক্সেকিউটিভ – ৩ জন

রংপুরে কোম্পানির প্রচারণায় কাজ করতে হবে, পুরোটাই অফলাইন মার্কেটিং। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পূর্বে মার্কেটিং অভিজ্ঞতা থাকলে ভালো। প্রতিদিনের রিপোর্ট আপডেট ও সাপ্তাহিক টার্গেট রিপোর্ট প্রদান করা বাধ্যতামূলক। শুরুতে প্রয়োজনীয় ট্রেনিং প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা আমাদের মূল্যায়নে আসবে না।

বেতন: ৫০০০ – ১২০০০ হাজার টাকা। (টার্গেট এর উপর নির্ভর করে কমবেশি হবে)

২। সোশ্যাল মিডিয়া মার্কেটার – ১ জন

কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস মেনটেইন্স ও কোম্পানির প্রচারণায় কাজ করতে হবে, পুরোটাই অনলাইন মার্কেটিং। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। পূর্বে মার্কেটিং অভিজ্ঞতা থাকলে ভালো। কেউ চাইলে রিমোটলি মনে অফিসে না এসেও কাজ করতে পারবেন। শুরুতে প্রয়োজনীয় ট্রেনিং প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা আমাদের মূল্যায়নে আসবে না।

বেতন: ৩৫০০ – ৮০০০ হাজার টাকা।

৩। ওয়ার্ডপ্রেস ডেভেলপার – ১ জন

ওয়ার্ডপ্রেস প্লুগিন ডেভেলপমেন্ট ও পূর্বের ডেভেলপ করা প্লুগিন এর উপর কাজ করতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। হাইব্রিড মোডে অর্থাৎ মাঝে মাঝে অফিসে এবং মাঝে মাঝে বাসায় থেকে কাজ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আমাদের মূল্যায়নে আসবে না।

বেতন: ১২০০০ – ২৫০০০ হাজার টাকা।

যোগাযোগের ঠিকানা: https://boonik.org/career/

Related posts

রাইজআপ ল্যাবসের এন্যুয়াল রিট্রিট ২০২৩ উদযাপন

Tahmina

টিকটক কিনে নিচ্ছে ওরাকল ?

Tahmina

ইউটিউব প্রিমিয়াম লাইট চালু হচ্ছে খুব দ্রুত

Tahmina

Leave a Comment