27 C
Dhaka
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

আইসিটির ২১ টি প্রকল্প মূল্যায়নে ১২ সদস্যের কমিটি

টেকসিঁড়ি রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন সংস্থাগুলোয় মোট ২ হাজার ৫১১ কোটি টাকা বরাদ্দে চলমান ২১টি প্রকল্পের মূল্যায়ন কমিটিতে বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত ৯ সদস্যের কমিটির সঙ্গে যুক্ত করা হয়েছে ৩ বিশেষজ্ঞকে। এরা পেশায় কেউ প্রযুক্তিবিশেষজ্ঞ, কেউ হিসাব ও নিরীক্ষাবিশেষজ্ঞ এবং কেউ সরকারি ক্রয় বিশেষজ্ঞ। এর ফলে ৯ সদস্যের কমিটিটি গড়ালো ১২ সদস্যে।

গঠিত কমিটির মূল্যায়নের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় রোববার রাত ১১টার দিকে এ সংশ্লিষ্ট নতুন আদেশ জারি করে আইসিটি বিভাগ। কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পরবর্তী ৩০ দিন পর প্রতিবেদন পাওয়া যাবে।

বিভাগের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সামগ্রিক মূল্যায়নের জন্য গত ২৮ আগস্ট প্রথমে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে কমিটির সদস্য করা হয় একই বিভাগের যুগ্ম সচিব আসপিয়া আক্তার এবং সদস্যসচিব করা হয় বিভাগের উপসচিব মো. সিদ্দিকুর রহমান তালুকদারকে।

এ ছাড়া কমিটিতে আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং এজেন্সি টু ইনোভেট (এটুআই) থেকে একজন করে প্রতিনিধি রাখা হয়।

Related posts

শাহজালাল এয়ারপোর্টে ফাইভজি নিশ্চিতের চ্যালেঞ্জ দিলেন পলক

Tahmina

ওপেনএআই-উইন্ডসার্ফ চুক্তি বাতিল, উইন্ডসার্ফের সিইও যাচ্ছেন গুগলে

Tahmina

১ টি গুগল সার্চ , কাজ করে হাজারের বেশি কম্পিউটার

Tahmina

Leave a Comment