28 C
Dhaka
২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ইউরোপিয়ান গার্লস গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

টেকসিঁড়ি রিপোর্টঃ বাংলাদেশ নারী গণিত অলিম্পিয়াড দল ১৩তম ইউরোপীয়ান গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক লাভ করেছে। জর্জিয়ার স্কালতুবো শহরে ১১ থেকে ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয় এবারের ইউরোপিয়ান গার্লস ম্যাথম্যাটিকাল অলিম্পিয়াড। এই আসরেই একটি ব্রোঞ্জ পদক ও তিনটি ‘সম্মানজনক স্বীকৃতি’ পেয়েছে বাংলাদেশ দল। এ প্রতিযোগিতায় ৫৫টি দেশের ২১২ জন প্রতিযোগী অংশ নেয়।

এ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের স্কুল পড়ুয়া চার সদস্যের দল। তারা চতুর্থবারের মতো অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়। অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ দিশা। ভিকারুননিসার আরেক শিক্ষার্থী মনামি জামান, হলি ক্রস কলেজের আফসানা আকতার ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সানিভা রাকিব সোহা পেয়েছেন ‘সম্মানজনক স্বীকৃতি’।

তথ্যসুত্রঃ DailyStar, ShortStories

Related posts

রিসার্চ অ্যাপে চালু হচ্ছে অ্যাপল হেলথ স্টাডি

Tahmina

অসৎ কৌশলের অভিযোগে মাস্কের বিরুদ্ধে মামলা করলো ওপেনএআই

Tahmina

অগ্রণী ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা দেবে ব্র্যাকনেট

Tahmina

Leave a Comment