29 C
Dhaka
২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ইনফিনিক্সের স্মার্টফোনে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন

টেকসিঁড়ি রিপোর্ট : ইনফিনিক্স তাদের আসন্ন হট সিরিজের স্মার্টফোনে যুক্ত করছে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন। এই আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স এখন পর্যন্ত সবচেয়ে স্লিম ফোনটি বাজারে নিয়ে আসতে যাচ্ছে।

ব্র্যান্ডটির এই ফোনে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স পাওয়া যাবে। সঙ্গে থাকছে স্থায়ী, টেকসই ও চমৎকার ডিজাইন। থ্রিডি কার্ভড টাইটানউইং আর্কিটেকচার দুইটি অসাধারণ উদ্ভাবনকে এক করেছে—ফেদারলাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন। ফলে ফোনটি স্লিম হওয়ার পাশাপাশি অত্যন্ত শক্তিশালী এবং টেকসই। ফেদারলাইট ডিজাইন হালকা ও স্লিম ডিজাইনের ওপর গুরুত্ব দেয়।

এই অত্যাধুনিক ডিজাইনে রয়েছে একটি স্লিমএজ ফ্রেম, যার মাধ্যমে পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি কার্ভড স্ক্রিন, যার পুরুত্ব মাত্র ৬.৮ মিলিমিটার। ফোনের বিভিন্ন পার্টসের পুনর্বিন্যাস করে, ব্যাটারির ঘনত্ব বাড়িয়ে এবং উন্নত ফিচারের জন্য স্থান ব্যবহার করে এই উদ্ভাবনী ডিজাইন সম্ভব হয়েছে। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজের ফলে হট ৫০ সিরিজের আসন্ন স্মার্টফোনটিকে শক্তিশালী পারফরম্যান্স বজায় রেখেই স্লিম বানানো সম্ভব হয়েছে। স্মার্টফোনটি দেখতে ও ব্যবহারের আনন্দময়য় অভিজ্ঞতার সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য একটি দারুণ অনুভূতি দেবে।

অন্যদিকে, টাইটান আর্মার প্রোটেকশন এই স্লিম ডিজাইনের স্থায়িত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। এর অন্যতম বৈশিষ্ট্য হলো TÜV ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা নিশ্চিত করে যে ডিভাইসটি ৬০ মাস (৫ বছর) পর্যন্ত সেরা পারফরম্যান্স এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা বজায় রাখবে। স্মার্টফোনটিতে আরও রয়েছে IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এবং কর্নিং গরিলা গ্লাস, যা স্মার্টফোনটিকে দৈনন্দিন ব্যবহারে টেকসই করে তোলে। ব্যবহারকারীর হাত থেকে হঠাৎ ফোন পড়ে যাওয়া বা কঠিন পরিবেশের মধ্যে পড়লেও টাইটান আর্মার প্রোটেকশন ফোনটিকে একইভাবে শক্তিশালী ও স্টাইলিশ রাখে।

সামগ্রিকভাবে এই প্রোটেকশন স্যুট স্মার্টফোনের স্থায়িত্বের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। এটি ব্যবহারকারীদেরকে স্বাভাবিক ও কঠিন দুই পরিস্থিতিতেই টিকে থাকার মত একটি স্টাইলিশ ডিভাইসের আত্মবিশ্বাস দেয়। ইনফিনিক্সের এই স্লিমেস্ট স্মার্টফোনটি টাইটানউইং আর্কিটেকচা্রের মাধ্যমে টেকসই ও স্লিমনেসের একটি নিখুঁত ভারসাম্য প্রদান করবে। ফোনটিতে উন্নত উপকরণ, উদ্ভাবনী প্রযুক্তি ও ফিউচারিস্টিক ডিজাইনের দারুণ একটি সমন্বয় করা হয়েছে।

ইনফিনিক্স ২০১৩ সালে প্রতিষ্ঠিত, বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি।

Related posts

আইএসপিএবি ইসি ভেঙ্গে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Tahmina

মটোজিপি প্রযুক্তি সম্পন্ন সুজুকি জিক্সার ২৫০ সিরিজ উদ্বোধন

Tahmina

ওয়াই-ফাই এর চেয়ে শতগুন বেশী গতিসম্পন্ন লাই-ফাই!

Samiul Suman

Leave a Comment