৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

ইনফিনিক্স ও পামপে’র অংশীদারিত্ব, কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন

টেকসিঁড়ি রিপোর্ট : স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, বৈশ্বিক ফিনটেক প্ল্যাটফর্ম পাম পে’র সাথে অংশীদারিত্ব করেছে, যা ডিজিটাল বৈষম্য কমাতে এবং লাখো মানুষকে আধুনিক সংযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে।

এই যৌথ উদ্যোগের ফলে গ্রাহকরা এখন থেকে কোন ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন। পাম পে’র ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম গ্রাহকদের নিরাপদ কিস্তির সুযোগ দেবে।

বিশেষ করে যারা শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিত্যদিনের যোগাযোগের জন্য যারা বাজেটের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না; তাদের জন্য এটি বিশেষ সুযোগ। গ্রাহকরা তাদের নিকটস্থ ইনফিনিক্স স্টোর বা অনুমোদিত বিক্রেতার কাছে গিয়ে এই অফারটি গ্রহণ করতে পারবেন।

যেভাবে কিস্তিতে স্মার্টফোন কিনবেন

গ্রাহকরা ঝামেলা ছাড়া স্মার্টফোন কিনিতে পারবেন। যেমন- দশ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের প্রাথমিকভাবে মাত্র ২, ৫০৫ টাকা প্রদান করতে হবে। যার মধ্যে ডাউন পেমেন্ট ২০ শতাংশ- ২ হাজার টাকা; এককালীন সদস্য ফি ২৫ টাকা; প্রসেসিং ফি (ঋণের পরিমাণের ১ শতাংশ) ৮০ টাকা এবং নিরাপত্তা জামানত (মোট মূল্যের ৫ শতাংশ) ৪০০ টাকা; যা শেষ কিস্তিতে সমন্বয় হবে। বাকি অর্থ, মাসিক দুই শতাংশ সার্ভিস চার্জসহ, ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রতিটি কিস্তি হবে ১,৪৯৪ টাকা এবং শেষ কিস্তি, নিরাপত্তা জামানতের কারণে হ্রাসপ্রাপ্ত হয়ে হবে ১,০৯৪ টাকা। এই ব্যবস্থায় গ্রাহকরা কোন প্রকার লুকায়িত খরচ ছাড়াই আর্থিক নমনীয়তা উপভোগ করতে পারবেন।

যেভাবে সুবিধা গ্রহণ করবেন

এই সুবিধা ভোগ করতে গ্রাহকদের গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি; মোবাইল নম্বর; অফিসের আইডি কার্ড; জামিনদারের এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে। এক্ষেত্রে জামিনদারকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। পাশাপাশি ক্রেতার আয়ের সঠিক বিবরণী দিতে হবে। সীমিত আয়ের মানুষের জন্য প্রতিবন্ধকতা দূর করা ইনফিনিক্স ও পাম পের এই উদ্যোগ ক্রেডিট কার্ডের প্রয়োজনীয়তা দূর করবে।

Related posts

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয় দিবস পালিত

Tahmina

এনভিডিয়া আরটিএক্স ৫০৬০ রিলিজ করবে ২৯৯ ডলারে

Tahmina

পাতলা ফোনের ভুল ধারণা ভাঙবে কি অপোএ৫এক্স!?

Tahmina

Leave a Comment