১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

এপিকটা অ্যাওয়ার্ডস’২৪ পেলো সিনেসিস আইটি

টেকসিঁড়ি রিপোর্ট : সিনেসিস আইটি এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিআইসিটিএ) অ্যাওয়ার্ডস ২০২৪-এ ডিজিটাল সরকার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। ৭ ডিসেম্বর রাতে ব্রুনেই দারুসসালামে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্কার হিসাবে এই পুরস্কারকে গণ্য করা হয়। 

সিনেসিস আইটি’র এই অর্জন বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন, কারণ এই বছর চ্যাম্পিয়নশিপ পুরস্কার জিতলো দেশের একমাত্র কোম্পানি। পুরস্কারটি গ্রহণ করেছেন: নুরুন নবী – চিফ বিজনেস অফিসার (CBO),  মইনুল ইসলাম – সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রধান,  জুনাইদ হোসেন শুরুক – হেড অফ মার্কেটিং।

অস্ট্রেলিয়া, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপেই, মালদ্বীপ এবং আরও অনেক দেশ থেকে ২০টিরও বেশি প্রকল্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।

সিনেসিস আইটি পিএলসি-তে তাদের দল, মূল্যবান ক্লায়েন্ট এবং সমস্ত স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। এবং তারা সৈয়দ আলমাস কবীরকেও বিশেষ ধন্যবাদ জানান এই পুরস্কার প্রতিযোগিতায় অনুপ্রাণিত করার জন্য।

Related posts

লক্ষ লক্ষ লিনাক্স সার্ভারকে আক্রান্ত করছে Perfctl ম্যালওয়্যার

TechShiri Admin

চ্যালেঞ্জ মোকাবিলায় এসেছে ইনফিনিক্স হট ৬০ প্রো+

Tahmina

আইএসপিএবি ইসি ভেঙ্গে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Tahmina

Leave a Comment