১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানানো হবে ১৪ সেপ্টেম্বর

টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার। স্মরণ সভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে ।

৯ সেপ্টেম্বর, সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহিদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন।

স্মরণসভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। স্মরণসভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ. মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Related posts

সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দিতে বেসিস ব্র্যাক ব্যাংকের চুক্তি

Tahmina

গুগল ক্লাউডের সাথে ওপেনএআই’র অংশীদারিত্ব, পিচাই সত্যিই আনন্দিত?

Tahmina

জাপান আইটি উইকে অংশ নিলো বেসিস

Tahmina

Leave a Comment