24 C
Dhaka
২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

জিপন ইন্টারনেটের বিশেষ প্যাকেজঃ সুলভ ও ভাষা

টেকসিঁড়ি রিপোর্ট : জিপন, বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট। সম্প্রতি তারা তাদের ফেইসবুক পেইজে গ্রাহকদের জন্য কিছু প্যাকেজের ঘোষণা দিয়েছে ।

জিপন ইন্টারনেটের বিশেষ প্যাকেজঃ সুলভ ও ভাষা। সুলভ প্যাকেজে পাচ্ছেন কম খরচে ইন্টারনেট।

সুলভ-৫ঃ ৫ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ৩৯৯ টাকা, সুলভ-২০ঃ ২০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১০৫০ টাকা,

সুলভ-২৫ঃ ২৫ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১৩০০ টাকা, সুলভ-৩০ঃ ৩০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ১৫০০ টাকা , সুলভ-৪০ঃ ৪০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ২০০০ টাকা , সুলভ-৫০ঃ ৫০ এমবিপিএস স্পিডের প্যাকেজ মূল্য ২৪০০ টাকা।

ভাষা প্যাকেজে পাচ্ছেন একই রেটে বোনাস ইন্টারনেট।

ভাষা-৫ঃ ৫ এমবিপিএস স্পিডের প্যাকেজে অতিরিক্ত ৫ এমবিপিএস সহ মোট ১০ এমবিপিএস প্রদান করা হবে। প্যাকেজ মূল্য ৫০০ টাকা।

ভাষা-১০ঃ ১০এমবিপিএস স্পিডের প্যাকেজে অতিরিক্ত ৫ এমবিপিএস সহ মোট ১৫ এমবিপিএস প্রদান করা হবে। প্যাকেজ মূল্য ৮০০ টাকা।

ভাষা-১৫ঃ ১৫এমবিপিএস স্পিডের প্যাকেজে অতিরিক্ত ৫ এমবিপিএস সহ মোট ২০ এমবিপিএস প্রদান করা হবে। প্যাকেজ মূল্য ১০৫০ টাকা।

উল্লেখ্য :

১। বর্তমান জিপন ইন্টারনেট ব্যবহারকারীগণের মধ্যে ৫ এমবিপিএস, ১০ এমবিপিএস, ১৫ এমবিপিএস স্পিডের প্যাকেজসমূহে অতিরিক্ত ৫ এমবিপিএস যুক্ত করে সংশ্লিষ্ট ভাষা প্যাকেজে উন্নিত করা হবে।

২। ইন্টারনেট+টেলিফোন বান্ডল প্যাকেজের জন্য অতিরিক্ত ১০০ টাকা প্রদান করতে হবে।

৩। শুধু ইন্টারনেট প্যাকেজের রেট ভ্যাটসহ।

৪। ইন্টারনেট+টেলিফোন বান্ডল প্রিপেইড প্যাকেজের ক্ষেত্রে সম্পূর্ণ রেট ভ্যাটসহ।

৫। ইন্টারনেট+টেলিফোন বান্ডল পোস্টপেইড প্যাকেজের ক্ষেত্রে টেলিফোনের জন্য ভ্যাট প্রযোজ্য হবে।

৬। ইন্টারনেট+টেলিফোন বান্ডল প্যাকেজের ক্ষেত্রে বিটিসিএল থেকে বিটিসিএল আনলিমিটেড কল করা যাবে।

বিস্তারিত জানতে কল করুনঃ ১৬৪০২

Related posts

চিপ শিল্প নিয়ন্ত্রণ করতে চায় ট্রাম্প , তাইওয়ানের ‘না’

Tahmina

অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে টিকটক ফিরলো আমেরিকায়

Tahmina

ভবিষ্যতে সরকারের সাথে ইউএনডিপি কাজ করতে আগ্রহী

Tahmina

Leave a Comment