29 C
Dhaka
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ডাক,টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মো. নাহিদ ইসলাম

টেকসিঁড়ি রিপোর্ট : ডাক,টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মো. নাহিদ ইসলাম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যদের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি হয়েছে ৯ আগস্ট , শুক্রবার।

এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯ টায় প্রধান উপদেষ্টা হিসেবে নেন শান্তিতে নোবেলজয়ী  ড. মুহাম্মদ ইউনূস। শপথ নিয়েছেন ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আরো ১৬ উপদেষ্টা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

উইকিপিডিয়ার তথ্যমতে, মো. নাহিদ ইসলাম হলেন একজন বাংলাদেশী আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন ও সফল হোন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।

নাহিদ ইসলামের ডাকনাম “ফাহিম”। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তাঁর। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে এইচএসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০২২ সালে অনার্স পাস করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। নাহিদ বিবাহিত। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা।

আরও পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

Related posts

পিক্সেল৯ এর রিভিউ আদায়ে টেক ইনফ্লুয়েন্সারদের গুগলের হুমকি

Tahmina

সার্চ আধিপত্য নিয়ে যুক্তরাজ্যে তদন্তের মুখোমুখি গুগল

Tahmina

ওয়ালটনের ট্যাব ১০এইচ প্রো ম্যাক্স বাজারে

Tahmina

Leave a Comment