31 C
Dhaka
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

প্রথম আলোর ওয়েবসাইট হ্যাকড, জুড়ে দেয়া হলো সতর্কবার্তা

টেকসিঁড়ি রিপোর্টঃ দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দেওয়া হয়েছে। বার্তাটি হুবুহু কপি করে দেয়া হলো।

” প্রিয় মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ, আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই।

কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে।

যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।

তাই আপনাদের সতর্ক করতে আমি এ বার্তাটি প্রকাশ করছি। আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং যুক্ত প্রচেষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। আমার সাথে যোগাযোগের জন্য [email protected] এই ঠিকানায় ই-মেইল করার অনুরোধ করা হলো।

ইতি
প্রথম আলোর একজন শুভাকাঙ্ক্ষী”

এ রিপোর্ট লেখা (সকাল ১১টা) পর্যন্ত বার্তাটি প্রথম আলোর ওয়েবসাইটে ছিল। সেটি এখনও সরাতে পারেনি কর্তৃপক্ষ।

Related posts

ক্যাশব্যাক ও উপহার নিয়ে ইনফিনিক্সের ঈদ ক্যাম্পেইন শুরু

Tahmina

নিরাপদ ইন্টারনেট সচেতনতায় ১ অক্টোবর থেকে শুরু হয়েছে নবম ‘ক্যাম’ ক্যাম্পেইন

TechShiri Admin

‘আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফল ভিত্তিক হতে হবে’

Tahmina

Leave a Comment