29 C
Dhaka
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন

টেকসিঁড়ি রিপোর্ট : ৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ রৌপ্য ও ব্রোঞ্জ পদক সহ দুটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।

বাংলাদেশের হয়ে রৌপ্য পদক অর্জন করেছেন ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী এস এম আব্দুল ফাত্তাহ, ব্রোঞ্জ পদক পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামিন এবং দুটি সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী গোলাম কিবরিয়া তরফদার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ ইশতিয়াক তাসিন। এ নিয়ে বাংলাদেশ তৃতীয় বারের মত রৌপ্য পদক অর্জন করল।

৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয় ইরানের ইসফাহান শহরে। গত ২১ জুলাই শুরু হয় এবারের আসর। ২৩ জুলাই অনুষ্ঠিত হয় তাত্ত্বিক পরীক্ষা ও ২৫ জুলাই অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। আজ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। গত ২৮ জুলাই ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এবারের আসর।

দলের সঙ্গে কোচ ও দলনেতা হিসেবে ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক এম আরশাদ মোমেন, অপর দলনেতা হিসাবে ছিলেন ফিজিক্স অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ।

শিক্ষার্থীদের মাঝে পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি ও শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকে আয়োজিত হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড যা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কর্তৃক পরিচালিত হয়।

প্রতি বছরের ন্যায় এবছর ১৫তম ফিজিক্স অলিম্পিয়াড ২০২৪ আয়োজন করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি। সারাদেশ থেকে প্রায় দশ হাজার শিক্ষার্থী উক্ত আয়োজনে অনশগ্রহন করে এবং এদের মধ্যে থেকে ৫ জনের বাংলাদেশ দল গঠন করা হয়।

পরবর্তীতে এই জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড দলটি ৫৪তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহন করে। জাতীয় পর্ব আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

Related posts

জাতিগত পক্ষপাত মামলায় ২৮ মিলিয়ন ডলার দিতে রাজি গুগল

Tahmina

দায়িত্ব নিলো বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নবনির্বাচিত কমিটি

Tahmina

‘বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের প্রকৃত ইতিহাস জানাতে হবে’

Tahmina

Leave a Comment