৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বন্যার্তদের জন্য আইসিটি অফিস দিলো আরও ২৯ লাখ ৬৪ হাজার টাকা

টেকসিঁড়ি রিপোর্ট : সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ১ দিনের বেতন বাবদ মোট ২৯ লাখ ৬৪ হাজার ৩৮ টাকার চেক জমা দিয়েছে।

২৯ আগস্ট, বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ৬টি চেক উপদেষ্টা মোঃ. নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

গত ২৪ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আগ্রহের প্রেক্ষিতে ১ দিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের জন্য দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। ২৯ আগস্ট বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এর নিকট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

বন্যার্তদের জন্য ১ কোটি ১৬ লাখের বেশি অর্থ জমা দিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

Related posts

গ্যালাক্সী এস২৫ এর তথ্য ফাঁস, এবারো আপগ্রেড হচ্ছে না চার্জিং স্পিড

Tahmina

ব্রডব্যান্ড ইন্টারনেট পাচ্ছে দেশের সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়

TechShiri Admin

কানেক্টিয়ার পার্টনার হলো বিডিওএসএন

Tahmina

Leave a Comment