৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বিএসসিএল এর টিআরপি সেবা উদ্বোধন

টেকসিঁড়ি রিপোর্ট: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা উদ্বোধন হয়েছে ৩ এপ্রিল, বুধবার।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সাথে নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবার বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে অত্যন্ত চমৎকার একটি কাজের সূচনা হয়েছে। সরকারের একটি প্রতিষ্ঠান একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ উদ্যোগে এ প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ বিষয়টি অত্যন্ত গর্বের। 

পরে প্রতিমন্ত্রী বিএসসিএলের প্রধান কার্যালয়ে টিআরপি সিস্টেমের কার্যক্রম ঘুরে দেখেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বিএসসিএল এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং বিএসসিসিএল-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related posts

‘ইকোভাডিস সিলভার মেডেল’ পেল সিগওয়ার্ক

Tahmina

গোপনে ইসরায়েলি উপগ্রহ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স

Tahmina

প্রতারণা থেকে সতর্ক থাকার প্ল্যাটফর্ম প্রতারক ডট এক্সওয়াইজেড

TechShiri Admin

Leave a Comment