৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিতর্কিত সংস্থা এনটিএমসি বিলুপ্তির দাবি

টেকসিঁড়ি রিপোর্ট : নাগরিকের মুঠোফোনে আড়িপাতা, ডিভাইস নজরদারিতে রাখা, ফেসবুক- ম্যাসেঞ্জার, এক্স, টেলিগ্রাম, ভাইবার, ইমো ও স্কাইপিতে এমন কি ওয়েবসাইট ব্লক ও ইমেইলে আড়ি পাতার অভিযোগ ওঠা বিতর্কিত টেলি যোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটি এমসি) বিলুপ্তির দাবী জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এই সংস্থার কার্যক্রম সংবিধান পরিপন্থী। সংবিধানের ৪৩ (খ) অনুচ্ছেদে চিঠি পত্র ও যোগাযোগের সকল মাধ্যমের গোপনীয়তা রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। অথচ ২০১৩ সালে এই সংস্থাটি গঠন করা হয় বিতর্কিত বরখাস্ত কৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের পরামর্শে।

মূলত নাগরিকের যোগাযোগে আড়িপাতা এবং নজরদারিতে রাখার জন্য সেই সাথে ফোন কল ফোনালাপ রেকর্ড, ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপে আড়িপাতা ছাড়া অন্য কোন কাজই করেনি এই সংস্থাটি। মোবাইল অপারেটরদেরও বাধ্য করত বিভিন্ন ধরনের মেসেজ গ্রাহকদের মাঝে প্রদান করতে এই সংস্থাটি। ফোনালাপ রেকর্ড এমনকি ভিডিও কলিং রেকর্ড করে অনেক সম্ভ্রান্ত নাগরিককে হেনস্তা করেছে এই প্রতিষ্ঠানটি।

মহিউদ্দিন বলেন, বিক্যাল মাউন্টেন ডাটা ইন্টার সেপ্টর বিকেল মাউন্টেন মোবাইল ইন্টার সেপ্টর এর মত ভয়ানক যন্ত্র ব্যবহার করে আসছিল এই সংস্থাটি। এমনকি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বিতর্কিত ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর কাছ থেকে পেগাসাস স্পাই ওয়ার ক্রয় করা হয়েছিল বলে দেশ ও বিদেশের স্বনামধন্য গণমাধ্যম এবং আন্তর্জাতিকভাবেও বিষয়টি প্রকাশিত হয়েছিল। আমরা এর প্রতিবাদ করেছিলাম এবং তদন্ত চেয়েছিলাম ।

যদিও সরকার এ বিষয়ে বক্তব্য তখন বলেছিলেন এই ধরনের যন্ত্রপাতি ইজরাইলের কাছ থেকে ক্রয় করা হয়নি। পেগাসাস স্পাইবার অ্যাপটি গ্রাহকের কাছে ম্যালুয়ারের মাধ্যমে পাঠানো হতো সংস্থার পক্ষ থেকে। অনেক গ্রাহক না বুঝেই ইন্সটল করলে সাথে সাথে গ্রাহকের ব্যবহৃত ডিভাইসটি সংস্থার নিয়ন্ত্রণে চলে আসতো। এই ভাবে নাগরিকদের সকল কার্যক্রমের তথ্য হাতিয়ে নিত এই বিতর্কিত সংস্থাটি।

তিনি বলেন, এ ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সংবিধান পরিপন্থী। সেই সাথে মানবাধিকারের লঙ্ঘন। তাই দেশ জাতি এবং এবং সংবিধানকে সমুন্নত রেখে নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দেয়ার নিমিত্তে এ ধরনের সংস্থা বিলুপ্তি সময়ের দাবি এবং আবশ্যক। তাছাড়া এই সংস্থার অবৈধ যন্ত্রপাতি ক্রয়ের নামে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে।

নাগরিকদের পক্ষ থেকে এবং আমাদের গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও সুরক্ষার স্বার্থে এই সংস্থার বিলুপ্তি অন্তবর্তী সরকারের কাছে দাবি করেন সংস্থাটি । আমরা দু-একদিনের মধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন বলে জানান তারা ।

Related posts

দেশের বাজারে আসতে প্রস্তুত নোট ৫০ সিরিজ

Tahmina

কম্পিউটার সমিতির ২০২৪-২৬ মেয়াদের সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান

Tahmina

জিটেক্স গ্লোবাল’২৪ প্রদর্শনীতে হুয়াওয়ের ১০ খাতের পণ্য উন্মোচন

Tahmina

Leave a Comment