৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

বেসিস ও সিসিপ-এর চুক্তি, আগামী ৪ বছরে ৩ হাজার জন পাবে প্রশিক্ষণ

টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) প্রকল্পের মধ্যে প্রশিক্ষণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার, ২৬ নভেম্বর সিসিপের প্রধান কার্যালয় রাজধানীর ইস্কাটন গার্ডেনে বেসিস সভাপতি এম রাশিদুল হাসান এবং সিসিপ-এর নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়ালিদ হোসাইন এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্বাবধানে ২০২৮ সাল নাগাদ আগামী চার বছরে সর্বমোট ৩ হাজার জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে বেসিস-এর পক্ষ থেকে বেসিস সভাপতি এম রাশিদুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি (অর্থ) এম আসিফ রহমান, পরিচালক মীর শাহরুখ ইসলাম এবং বেসিস-বিআইটিএম-এর প্রশিক্ষণ সমন্বয়কারী খালেদা বেগম।

অন্যদিকে, সিসিপ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং জাতীয় প্রোগ্রাম পরিচালক (এনপিডি) ড. মো. খায়রুজ্জামান মজুমদার, অতিরিক্ত সচিব ও ডেপুটি নির্বাহী প্রোগ্রাম পরিচালক (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) মো. মাহফুজুল আলম খান এবং সিসিপের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বেসিস সভাপতি এম রাশিদুল হাসান বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) একটি ক্রসকাটিং সেক্টর। এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়; বরং আইসিটি বিভিন্ন খাতের মধ্যে একটি শক্তিশালী ভিত্তিমূলক সহায়ক হিসেবে কাজ করে। পাশাপাশি, তথ্যপ্রযুক্তির বাজার দ্রুতই পরিবর্তন হয়। বৈশ্বিক এই প্রতিযোগিতামূলক বাজারে ভবিষ্যতের জন্য দক্ষজনবল তৈরি করতে সময়োপযোগী ফ্রন্টিয়ার টেকনোলোজি ভিত্তিক কোর্স গুলো নিয়েই আমাদের এই প্রোগ্রামটি সাজানো হয়েছে। এই উদ্যোগ দেশের আইটি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, এর মাধ্যমে আমাদের কোম্পানিগুলো ফ্রন্টিয়ার টেকনোলোজিতে আরও বেশি দক্ষতার সাথে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিসিপ-এর নির্বাহী প্রোগ্রাম পরিচালক মুহাম্মদ ওয়ালিদ হোসাইন তার বক্তব্যে বলেন, “বেসিসের কৌশলগত কোর্স নির্বাচন অত্যন্ত প্রশংসনীয়। সিসিপ প্রকল্পের মাধ্যমে আমরা দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরি করতে চাই, যা বৈশ্বিক আইটি খাতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে। আমরা বেসিসের সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে অত্যন্ত আশাবাদী।”

এই চুক্তি বাংলাদেশের যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থান বাড়ানো এবং বৈশ্বিক আইটি শিল্পে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উল্ল্যেখ্য, ‘সিসিপ’ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে অংশীদারিত্বে অর্থ মন্ত্রণালয় পরিচালিত একটি প্রকল্প।

Related posts

অব্যবহৃত মোবাইল ডাটা, মিনিট পরবর্তী প্যাকেজে যুক্ত করতে হাইকোর্টের রুল

Tahmina

বাজারে এসেছে রিয়েলমি ১২, প্রিঅর্ডারে লাখ টাকা পুরষ্কার

Tahmina

এমথ্রি চিপসহ নতুন আইপ্যাড এয়ার লঞ্চ করছে অ্যাপল

Tahmina

Leave a Comment