31 C
Dhaka
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ব্র্যাকইউ অলটার যাবে নেদারল্যান্ডে আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায়

টেকসিঁড়ি রিপোর্ট : আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা রোবোকাপ রেস্কিউ রোবট লিগ ২০২৪-এর ফাইনালে জায়গা করে নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিএসআরএম স্কুল অভ ইঞ্জিনিয়ারিংয়ের রেস্কিউ রোভার টিম ‘ব্র্যাকইউ অলটার।’

আগামী ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত নেদারল্যান্ডসের আইন্দহোভেনে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালের ১৩টি দেশের ২৫টি টিমের মধ্যে একমাত্র বাংলাদেশি টিম যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে।

বর্তমানে ১৯ সদস্যের এ দলটির মূল সদস্যরা হলেন- শাহোরিয়া আহমেদ দুর্জয় (মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং), নিয়াজ নাফি রহমান (কন্ট্রোল অ্যান্ড এআই), তোহোরা তামিম অনুপমা (কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং), মেহেদী হাসান (কন্ট্রোল অ্যান্ড এআই), ফারহা হাসান প্রীতি (ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্মওয়্যার) এবং মুস্তাক মুজাহিদ (মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং)।

দলটির গবেষণা সহকারী মুনতাসির আহাদ বলেন, “আমাদের রোভার স্থানীয় উপাদান দিয়ে তৈরি এবং অন্যান্য রেসকিউ রোবটের তুলনায় এটি অধিক সাশ্রয়ী।”

Related posts

ইনফিনিক্স নোট ৪০এস কিনলে ওয়্যারলেস চার্জার ফ্রি

Tahmina

রাঙ্গামাটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ

TechShiri Admin

অনলাইনে প্রাইভেসি রক্ষায় অর্থ ব্যয় কি উচিত?

Tahmina

Leave a Comment