৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

মোবাইল টকটাইম, ইন্টারনেটের উপর আরোপিত সকল সম্পূরক শুল্ক প্রত্যাহার

টেকসিঁড়ি রিপোর্ট : সম্পূরক শুল্ক বৃদ্ধির ১৩ দিনের মাথায় মোবাইল টকটাইম, ইন্টারনেট, ওষুধ ও রেস্তোরাঁসহ ৮ খাতের ভ্যাট কমানো হয়েছে। এর মধ্যে আলোচ্য চারটি খাত ছাড়াও নন-ব্র্যান্ড পোশাকের বর্ধিত ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্তন এসআরও-তে বলা হয়েছে, শুধু মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের এসও১২.১৪ অনুযায়ী, প্রদত্ত সেবার ক্ষেত্রে ২০ শতাংশের অতিরিক্ত সম্পূরকশুল্ক এবং সেবার কোড এসও১২.১৪ এর বিপরীতে ইন্টারনেট সংস্থা (আইএসপি) আরোপিত সকল সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বির্নিমান এবং অনলাইনভিত্তিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বাড়বে না।

Related posts

ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনে চুক্তি করলো ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং ব্র্যাকনেট

Tahmina

ইন্টারনেট ব্ল্যাকআউট সমর্থনযোগ্য নয়

Tahmina

টেকনো স্পার্ক ২০সি এখন নতুন দামে

Tahmina

Leave a Comment